সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৯, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৯, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন
রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমদ বর্তমান বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় জনসচেতনতায় রোটারিয়ানদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। তিনি রোটারি ক্লাব অব সিলেট ভ্যালি'র মাসিক সভা ও ক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
স্থানীয় একটি ক্লাবের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট ভ্যালি'র বিদায়ী সভাপতি আল আমিন আল মুতাকাব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. বেলাল উদ্দিন আহমদ বলেন, মানবসেবার ব্রত নিয়ে যে রোটারি আন্দোলন শুরু হয় সে আন্দোলনকে লক্ষে পৌঁছে দেবার জন্যে এখনই প্রকৃত সময়। বৈশ্বিক এ পরিস্থিতিতে শুধুমাত্র সচেতনতার অভাবে অনেক প্রাণ অকালে ঝরে পড়ছে। রোটারিয়ানরাই পারেন এখন সেই জনসচেতনতা সৃষ্টি করতে মানুষের পাশে দাঁড়াতে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর শহীদ আহমেদ চৌধুরী রোটারি ক্লাব অব সিলেট ভ্যালির অতীতের কর্মকান্ড তুলে ধরে বলেন, অতীতের কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি নতুন উদ্যোমে কাজ করে যেতে পারলে সাফল্য পেছন থেকে তাড়া করে বেড়াবে।
রোটারি ক্লাব অব সিলেট ভ্যালির সাবেক সেক্রেটরি ফুয়াদ মো. খায়রুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট সেক্রেটরি আহমেদ রেজাউল করিম জুবায়ের, ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্ণর শওকতুর রহমান, রোটারিয়ান আলী ওয়াছিকুজ্জান চৌধুরী অনি, কাওসার হোসেন শাহীন, খলিলুর রহমান চৌধুরী সুজন, মো. আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, আব্দুল আহাদ সুফি।
আলোচনা সভা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ক্লাব অব সিলেট ভ্যালির নবনির্বাচিত সভাপতি শাহ মুহাম্মদ ফজলুল কাদির সিদ্দিকীকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট কলার হেন্ড পরিয়ে দায়িত্ব হস্থান্তর করেন বিদায়ী সভাপতি আল আমিন আল মুতাকাব্বির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত সেক্রেটরি রাজা মোহাম্মদ হাসান, ট্রেজারার খন্দকার সাদেকুর রাজা প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহারসামগ্রী প্রদান করা হয়।
বিএ-১৮