গোলাপগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি পজেটিভ

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ২০, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি পজেটিভ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। রবিবার রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর আগে গত শনিবার (১৮ জুলাই) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের কলমন্দরের ছেলে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গে নিয়ে মৃত্যুবরণ করেন। 

এদিকে আজ নতুন করে বুধবারিবাজার ইউনিয়নের কালিডর গ্রামের আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। 

রবিবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। 

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় ১৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন ও মারা গেছেন ৯ জন ।

এফএম/বিএ-০২