জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল মদ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি


জুলাই ২১, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন



জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল মদ উদ্ধার

১৯ বিজিবির লালাখাল ক্যাম্পের ভিআইপি সদস্যের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) দুপুরে এগুলো উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের লালাখাল গ্রামের বতাই মিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৭৫০ মিলিলিটারের ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। মদগুলো যারা নিয়ে এসেছে তাদের কাউকে পাওয়া যায়নি।

১৯ বিজিবির ভিআইপি সদস্য মো. বিলাল মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এগুলোর প্রকৃত মালিককে আটক করতে সাঁড়াশি অভিযান চলছে।

এলাকাবাসী জানান, লালাখাল সীমান্তের বাইরাখেল, হর্নি, নয়াগ্রাম, কালিঞ্জি, মাঝর বিল, লালাখালগ্রান্ড, বাঘছড়া, তুমইর, ইয়াংরাজা ও বালীদাঁড়া এলাকা দিয়ে দিন-রাত মিলিয়ে সমান তালে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মদ, ইয়াবা, শেখ নাছির উদ্দিন বিড়ি, হরলিক্স, গাড়ির টায়ার, টিউব ও বিভিন্ন ধরণের পার্টস নিয়ে আসে চোরাকারবারিরা। স্থানীয়ভাবে বিজিবির লাইনম্যান নামে পরিচিত একশ্রেণির সদস্যদের সহায়তায় নিয়মিত অবাধে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। বর্ষা আসার পর থেকে নৌকাযোগে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যরা তাদের ব্যবসা পরিচালনা করছে।

 

আরকে/আরআর-০৭