সিলেট মিরর ডেস্ক
জুলাই ২১, ২০২০
০৩:৩০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৩:৩০ পূর্বাহ্ন
অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করেনাভারাসের ভ্যাকসিন চ্যাডক্স-1 এনকোভ-19 নিরাপদ ও এই ভাইরাসের প্রভাব প্রতিরোধে মানুষের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে ভ্যাকসিনটির প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
বিবিসির খবরে বলা হয়, ক্লিনিক্যাল ট্রায়ালে ১ হাজার ৭৭ জনের দেহে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। ফলাফলে দেখা গেছে এই ভ্যাকসিনটি যাদের প্রয়োগ করা হয়েছিল, তাদের শরীরে অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা (হোয়াইট ব্লাড সেল) তৈরি করে। যা শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।
ব্রিটেন ইতোমধ্যেই ভ্যকসিনটি একশ মিলিয়ন ডোজের অর্ডার করেছে।
গবেষণা দলের প্রধান অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যান্ড্রিউ পোলার্ড বলেন, আমরা আশা করছি এই ফলাফলের অর্থ হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটিকে চিহ্নিত করতে পারবে এবং আমাদের ভ্যাকসিন মানুষকে দীর্ঘ সময়ের জন্য সুরক্ষা দেবে।
বিএ-১৭