বিয়ানীবাজারে যুবদলের সাবেক সভাপতি জসিমের দাফন সম্পন্ন

বিয়ানীবাজার প্রতিনিধি


জুলাই ২০, ২০২০
০৫:৩১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০৫:৩১ অপরাহ্ন



বিয়ানীবাজারে যুবদলের সাবেক সভাপতি জসিমের দাফন সম্পন্ন

বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার (২০ জুলাই) বাদ আসর মাথিউরা ইউনিয়নের পশ্চিমপার শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

জানাজার নামাজে অংশ নেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিলেট জেলা বিএনপির সদস্য আবুল কাহের শামীম, এড. এমরান আহমেদ চৌধুরী ও আব্দুল মান্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এবং স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ও এলাকার বিপুল সংখ্যক মানুষ।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৯টার দিকে জসিম উদ্দীন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা জসিম উদ্দীন দীর্ঘদিন থেকে কিডনীর সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, ভাই-বোন অসংখ্য স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

 

এসএ/এএফ-০৮