সিলেট মিরর ডেস্ক
জুলাই ২০, ২০২০
০৫:৩৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২০
০৫:৩৭ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসীম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, জসীম উদ্দিনের সাথে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে দলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারের অপূরণীয় ক্ষতি হলো।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আজ সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জসিম উদ্দীন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা জসিম উদ্দীন দীর্ঘদিন থেকে কিডনীর সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, ভাই-বোন অসংখ্য স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
এএফ/০৯