গোলাপগঞ্জে ১ শিশুসহ ৯ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ২০, ২০২০
০৭:০৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০৭:০৪ অপরাহ্ন



গোলাপগঞ্জে ১ শিশুসহ ৯ জনের করোনা শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জে নতুন করে আরও ৯ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, এই ৯ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত ৯ জন হলেন, বুধবারিবাজার ইউনিয়নের কালিজুড়ি গ্রামের ৪ বছরের এক শিশুসহ তিন জন, বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের দুই জন, হাজিপুর শুকনা এলাকার একজন, ফুলবাড়ি ইউনিয়নের এক বৃদ্ধা, লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের একজন ও একজনের ঠিকানা পাওয়া যায়নি। 

এনিয়ে গোলাপগঞ্জে করোনাভারাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৩ জন এবং মারা গেছেন ৯ জন।

এফএম/বিএ-০৫