ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২১, ২০২০
০৭:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৭:৩৩ পূর্বাহ্ন
ওসমানীনগরে প্রবাসী, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই ৫ জনের করোনা পজেটিভ আসে।
করোনা শনাক্তরা হলেন, উপজেলার তাজপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের এক প্রবাসী (৩৬), উমরপুর ইউনিয়নের মান্দারুকা কমউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্যকর্মী (৩২), সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের গৃহবধূ (৫৫) একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের এক কৃষক (৫০) এবং গোয়ালাবাজারের এক বৃদ্ধা (৬৫) ।
আক্রান্তরা গত ১৮ ও ১৯ জুলাই সিলেট ওসমানী মেডিকেল ও বালাগঞ্জ হাসপাতালে নমুনা প্রদান করেছিলেন।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার তাদের বাড়ি লকডাউনসহ আনুসঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ্য হয়েছেন ৩৪ জন। বাকীরা হোম আইসোলেশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন
ইউডি/বিএ-০৭