নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২০
০৫:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৫:১৮ পূর্বাহ্ন
সিলেটের খ্যাতিমান চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের ৪র্থ একক চিত্র প্রদর্শনী আজ মঙ্গলবার (২১ জলিাই) থেকে শুরু হচ্ছে।
করোনাকালে সিলেটে প্রথমবারের মতো অনলাইনে এই প্রদর্শনীর আয়োজন করেছে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস।
প্রদর্শনীটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। 'প্লাবনে স্বপন বুনি' নামের এই চিত্রপ্রদর্শনী shahalam.saas-bd.org ওয়েবসাইটে গিয়ে যে কেউ দেখতে পারবেন।
শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল গনি হিমন বলেন, ২১ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় অনলাইনে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন।
শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস'র ফাউন্ডিং পেট্রন চিত্রশিল্পী হ্যারল্ড রশীদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে যুক্ত হবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ বিলাল, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক, চিত্রশিল্পী জামাল আহমদ।
এই প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে sylhettoday24.com ও আইটি পার্টনার হিসেবে রয়েছে আইটি ফ্যাক্টরি।
বিএ-১১