সিলেটে মৃত্যুহীন দিন, শনাক্ত পৌঁছেছে প্রায় ৭ হাজারে

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২১, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন



সিলেটে মৃত্যুহীন দিন, শনাক্ত পৌঁছেছে প্রায় ৭ হাজারে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি। এ সময়ে এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৪৮ জন। নতুন আরও ১৪৮ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাত হাজারে।

সবশেষ গত ২৪ ঘণ্টায় যে ১৪৮ জনকে শনাক্ত করা হয় তাদের মধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জের ১৪ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় একজন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে বিভাগে কারোর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৬২২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩২৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯ জন ও মৌলভীবাজারের ৮৭০ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১২১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯০ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে আটজন এবং মৌলভীবাজার জেলায় দশজন রয়েছেন। 

সিলেট বিভাগে ২ হাজার ৮৫৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯২৯ জন, সুনামগঞ্জের ৯৮৫ জন, হবিগঞ্জের ৪৯৮ জন ও মৌলভীবাজার জেলার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৫০ জনকে।

করোনা আক্রান্ত ২১৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৭ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।'

এনএইচ/বিএ-১৮