ওসমানী হাসপাতালের পরিচালক সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২১, ২০২০
০৮:০৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৮:০৭ পূর্বাহ্ন



ওসমানী হাসপাতালের পরিচালক সিএমএইচে ভর্তি

শারিরীক অসুস্থতার কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। অসুস্থ অবস্থায় গতকাল সোমবার (২০ জুলাই) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, কার্ডিয়াক সমস্যা বৃদ্ধি পাওয়ায় ডা. ইউনুছুর রহমানকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতা ও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গতরাত ৮টায় সেনাবাহিনীর তত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয়।

তিনি আরও জানান, তার শারিরীক অবস্থা এখন অনেকটা ভাল আছে।

এনএইচ/বিএ-২২