বিশ্বনাথে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি


জুলাই ২১, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন



বিশ্বনাথে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

সিলেটের বিশ্বনাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ অসহায়-দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৮টি অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ১ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম মুসা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন কান্তি সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, সমাজসেবক শহিদ আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, সাংসদের এপিএস অসিত রঞ্জন দেব, সাংবাদিক কামাল মুন্না, বদরুল ইসলাম মহসিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।

 

এমএ/আরআর-০১