সিলেটে বামজোটের অবস্থান কর্মসূচি আগামীকাল

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২১, ২০২০
০২:০৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০২:০৮ অপরাহ্ন



সিলেটে বামজোটের অবস্থান কর্মসূচি আগামীকাল

স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ৮ দফা দাবিতে আগামীকাল বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।

গত ১ মাস ব্যাপী সিলেটের বিভিন্ন পয়েন্টে পথসভা, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এরই ধারাবিহকতায় আগামীকাল বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে এই অবস্থান কর্মসূচি পালিত হবে।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায় এক বিবৃতিতে স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি বন্ধে বাম গণতান্ত্রিক জোটের ৮দফা দাবিতে আগামীকালের অবস্থান কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

আরসি-০৩