গোলাপগঞ্জে প্রাক্তন শিক্ষকের দাফন সম্পন্ন, শোক

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ২১, ২০২০
০২:২৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০২:২৭ অপরাহ্ন



গোলাপগঞ্জে প্রাক্তন শিক্ষকের দাফন সম্পন্ন, শোক

মাওলানা লিয়াকত হোসেন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা লিয়াকত হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বাদ আসর উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা লিয়াকত হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা লিয়াকত হোসেন ১৯৮২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩৬ বছর ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষকতা করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শোক জ্ঞাপন করেছেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি ডা. রনজিত কুমার দে, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী এনামুল হক রুহেল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক ইউনুছ চৌধুরী, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ প্রমুখ।

 

এফএম/আরআর-১১