নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২০
০৩:৪৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৩:৫৭ অপরাহ্ন
সাত চিকিৎসকসহ সিলেট, সুনামগঞ্জে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায ৫৬ জন, হবিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌরভীবাজারে ৯ জন। শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে ৩৫ জন সিলেট নগর ও সদর উপজেলার, গোলাপগঞ্জ উপজেলায় ৫ জন, বিশ্বনাথে ৪ জন, কানাইঘাটে ৩ জন, কোম্পানিগঞ্জ ৩ জন, জকিগঞ্জ ২ জন, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬ হাজার ৮৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাতে নতুন করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে আরও ১১১ জনের করোনা শনাক্ত হওয়ায় বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ১ জনে। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ৭০০ জনে। সুনামগঞ্জে আক্রান্ত দাঁড়াল ১ হাজার ৩৪৯ জন, হবিগঞ্জে আক্রান্ত দাঁড়াল ১ হাজার ৭৩ জনে এবং মৌলভীবাজারে আক্রান্ত এখন ৮৭৯ জন। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১২১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৫৫ জন। ২১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এনসি/এনএইচ/বিএ-২৪