ওসমানীনগরে জালটাকাসহ আটক ৪

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২১, ২০২০
০৪:৫৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৪:৫৭ অপরাহ্ন



ওসমানীনগরে জালটাকাসহ আটক ৪

ওসমানীনগরে জাল টাকা ও একটি সিএনজি অটোরিকশাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজিয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পশ্চিম ইছাপুর গ্রামের রফিক মিয়ার ছেলে মাঈন উদ্দিন (২২), আসিক মিয়ার ছেলে রুজেল মিয়া (২০), পূর্ব ইছাপুর গ্রামের খালেদ মিয়ার  ছেলে জুবেল আহমদ (২০) ও মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর গ্রামের কাঁচা মিয়ার ছেলে ফুলরি মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া নামক স্থানে উক্ত চারজন একটি সিএনজি অটোরিকশা যোগে এসে একটি দোকানে সিগারেট ক্রয় করে। তারা দোকানিকে ১ হাজার টাকার একটি নোট প্রদান করলে নোটটি জাল বলে দোকানীর সন্দেহ হয়। তিনি তাদের চ্যালেঞ্জ করে তারাও তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে। এতে আশপাশের লোকজনকে জড়ো হলে তাদের আটক করেন। পরবর্তীতে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত চারজনের জিম্মায় থাকা আরও ১২টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। বিকেল ৩টার দিকে পুলিশ ব্যবহৃত অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিসয়ে এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী। 

ইউডি/বিএ-২৭