গোয়াইনঘাটে দুই মাদক ব্যবসায়ী আটক

গোয়াইনঘাট প্রতিনিধি


জুলাই ২১, ২০২০
০৫:০৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৫:০৮ অপরাহ্ন



গোয়াইনঘাটে দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে তারুখেল পূর্বপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলো, উপজেলার পান্তুমাই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে গুলজার আহমেদ (১৮) ও একই গ্রামের মৃত হোছন মিয়ার ছেলে রুয়েল আহমেদ (১৮)।

পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই যীশু দত্ত, এসআই আব্দুল মন্নান ও এএসআই সুফিয়ান মিয়া এবং এএসআই মশিউর রহমানসহ গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল পূর্বপাড়া সোনা মিয়া হাজীর বাড়ীর সামনের রাস্তা থেকে ৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গুলজার ও রুয়েল আহমেদকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেটর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএম/বিএ-২৮