গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ২১, ২০২০
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২০
০৭:১৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা জামিল আহমদ (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টায় উপজেলার রনকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে রনকেলী উত্তর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার এসআই খান জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫১টি ইয়াবা ট্যাবলেটসহ জামিল আহমদকে গ্রেপ্তার করা হয়। 

এফএম/বিএ-০৩