গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ২১, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ২১, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে নতুন আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই ৫ জনের নমুনা সংগ্রহ করে ২০ ও ২১ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত ৫ জন হলেন, লক্ষীপাশা ইউনিয়নের ২ জন, ভাদেশ্বর পশ্চিমভাগের একজন, রানাপিং এর একজন এবং ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুরের একজন।
এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৪জন এবং মারা গেছেন ৯ জন।
এফএম/বিএ-০৬