বিশ্বনাথ থেকে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৩, ২০২০
১২:০০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
১২:০৪ অপরাহ্ন



বিশ্বনাথ থেকে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

সিলেটের বিশ্বনাথ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে উপজেলার শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আজ দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বুধবার রাতে বিশ্বনাথে ইয়াবার বড় চালান ঢুকছে বলে জেলা পুলিশের কাছে তথ্য আসলে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলু এই চালানটি নিয়ে এসেছে। তবে গতকালই অন্য একটি মামলায় আদালতে গেলে দুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয়দের সহযোগিতায় জানা যায় দুলু সেই চালান তার ভাই খালেদের কাছে রেখে গেছে। এমন খবরে পুলিশ শিমুলতলা গ্রামে খালদের বাড়িতে অভিযান চালায়। প্রথমে খালেদ বিষয়টি অস্বীকার করলেও তার ঘরের একটি স্টিলের আলমারির ভেতরের একটি ড্রয়ার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা।

এসময় তার কাছ থেকে খুচরা ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল আটক করা হয় বলে জানান পুলিশ সুপার।

আটকের পর খালেদ সবকিছু স্বীকার করায় আজই তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।

আরসি-০২