কানাইঘাট প্রতিনিধি
জুলাই ২৩, ২০২০
০১:৫৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২০
০১:৫৯ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে 'বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা' শীর্ষক জনসচেতনতামূলক এক প্রেস ব্রিফিং ও সেমিনার আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে এবং সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্স. ইলেক্ট্রনিক্স শামীমা আক্তার ও উপজেলা প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদের যৌথ উপস্থাপনায় প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম ও কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
সচেতনতামূলক সেমিনারে জানানো হয়, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ৩০ ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। স্বল্প সময়ে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ গমন করলে সেখানে কোনো হয়রানি ছাড়াই স্ব স্ব ক্ষেত্রে ভালো কাজের সুযোগ রয়েছে। প্রবাসীদের সবধরণের সহায়তা প্রদান করা হয় এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন, সরকার বিদেশগামীদের নানা ধরণের প্রশিক্ষণ দিতে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে, যাতে করে বিদেশে যেতে ইচ্ছুকরা দালাল, বাটপার, আদম ব্যবসায়ীদের খপ্পরে না পড়ে এগ্রিমেন্ট অনুযায়ী সরকারি প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যান।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী। এজন্য অবশ্যই যারা বিদেশে যেতে চান, তারা যদি সরকারি প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে সহজেই প্রবাসে গিয়ে ভালো উপার্জন করতে পারবেন।
তিনি কানাইঘাটে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রবাসী ব্যাংকের শাখা দেওয়ার জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ চৌধুরীর প্রতি আহ্বান জানান।
সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য দেন সেমিনারে অংশগ্রহণকারী কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন তথ্যসহ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বেলাল আহমদ ও সোহেল আহমদ।
এমআর/আরআর-১১