কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৩, ২০২০
০২:৪০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২০
০২:৪০ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যাকবলিত অসহায়, দরিদ্র ৬৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫০টি পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যানবৃন্দ ট্যাগ অফিসারের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করেন। অন্যদিকে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য নিজে উপজেলার তেলিখাল হাইস্কুল আশ্রয়কেন্দ্রে এবং ইছাকলস ইউনিয়নের শিবপুর, বিষ্ণুপুর, দূর্গাপুর, আগলাহাটি ও শিবপুর হাইস্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্ত ১০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী, ফ্যামিলি হাইজিন কিটসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কর্মহীন ও বন্যায় ঘরবন্দি পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে দেন।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। এছাড়া বন্যাসহ সার্বিক পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের টিম কোম্পানীগঞ্জ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রতন লাল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য কবির আহমদ প্রমুখ।
কেএ/আরআর-১৬