জকিগঞ্জে চুরির দায়ে আটক ১, আদালতে স্বীকারোক্তি

জকিগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৩, ২০২০
০২:৪৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
০২:৪৯ অপরাহ্ন



জকিগঞ্জে চুরির দায়ে আটক ১, আদালতে স্বীকারোক্তি

সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মোবাইলের সূত্র ধরে বুধবার (২২ জুলাই) রাতে একজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম ফয়ছল আহমদ। তিনি জকিগঞ্জ পৌর এলাকার পীরেরচক গ্রামের আব্দুল নুর মড়াই'র ছেলে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই সম্রাজ মিয়া বলেন, গত এক সপ্তাহ পূর্বে জকিগঞ্জ বাজারের মোবাইল মেরামতকারী সাহাব উদ্দিনকে চোরাই দু'টি মোবাইলসহ আটক করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনের সূত্র ধরে ফয়ছল আহমদকে আটক করা হলে সে ঘটনায় জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আটক ফয়সল আহমদ চোরচক্রের সদস্য। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে জড়িতদের শনাক্ত করা হয়েছে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, চোরচক্রের সদস্যদের দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে। 

উল্লেখ্য, গত ৩ মে জকিগঞ্জ পৌরশহরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের মালিকানাধীন জননী এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন নিয়ে যায়। ওই ঘটনায় শ্রীকান্ত পাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

 

ওএফ/আরআর-১৭