ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৩, ২০২০
০৩:০০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২০
০৩:০০ অপরাহ্ন
শ্যামল বণিক
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিককে ওসমানীনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে শ্যামল বণিককে ওসমানীনগর থানায় পদায়ন করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (উত্তর) সাইফুল আলম।
ওসমানীনগর থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারককে গত ১৩ জুলাই পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়। এরপর থেকে ওসমানীনগরে ওসি পদটি খালি ছিল।
ইউডি/আরআর-১৯