মুজিব বর্ষ উপলক্ষে গ্রীন ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৩, ২০২০
০৬:১৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
০৬:১৪ অপরাহ্ন



মুজিব বর্ষ উপলক্ষে গ্রীন ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপন

‘মুজিব বর্ষের আহ্বান, প্রত্যেকে তিনটি করে গাছ লাগান’ এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করেছে গ্রীন ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপশহরের এ ব্লকের বার নম্বর রোডে সংস্থার উদ্যেগে রাস্তার দুই পার্শ্বে বিভিন্ন  ফলজ বৃক্ষ রোপন করা হয়।

 গ্রীন ভিউ এর সভাপতি মো. তৌফিকুল আলম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ও গ্রীন ভিউ’র উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমদ, বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট মনির উদ্দিন,  গ্রীন ভিউ’র সহসভাপতি প্রবাসী নেতা আজাদ মিয়া, গ্রীন ভিউয়ের সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুরাদ, ত্রাণ বিষয়ক সম্পাদক গোগ নন্দলাল, আওয়ামীলীগ নেতা দবির আলী, ময়না মিয়া, বাবুল আহমেদ, শামীম আহমদ, মাসুম আহমদসহ গ্রীন ভিউ’র সদস্যবৃন্দ।

বিএ-০১