গোলাপগঞ্জে পশুর হাটে সক্রিয় মেডিকেল টিম

ফারহান মাসউদ আফছর, গোলাপগঞ্জ


জুলাই ৩১, ২০২০
০১:৩২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২০
০১:৩২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে পশুর হাটে সক্রিয় মেডিকেল টিম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে বসেছে ৭টি পশুর হাট। পশু ক্রয়-বিক্রয়ের হাঁকডাকে জমে উঠেছে হাটগুলো। ব্যাপকহারে ক্রয়-বিক্রয় এখনও শুরু না হলেও বিক্রি বাড়ার ব্যাপারে আশাবাদী বিক্রেতারা। গোলাপগঞ্জের হাটে রোগাক্রান্ত পশুর প্রবেশ বন্ধ করতে সুস্থ পশু পরীক্ষার জন্য গোলাপগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের ২টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। হাট-বাজারে স্বাস্থ্যবিধির বিভিন্ন নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোরবানির জন্য গরু, ছাগল, ভেড়া, মহিষ নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। ছোট, বড়, মাঝারি নানা আকারের ও বিভিন্ন রঙের পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। ক্রেতারাও আসছেন পছন্দের পশু ক্রয় করতে। হাটে হেঁটে হেঁটে খুঁজছেন পছন্দের পশু। বিক্রিতারা জানান, পশু বিক্রি এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে ক্রেতারা আসছেন। আজকালের মধ্যে বিক্রি বাড়বে বলে তারা আশা করছেন। ছোট এবং মাঝারি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি বলে তারা জানান।

উপজেলা প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর গোলাপগঞ্জ উপজেলায় ৬ হাজার ৭শ ৩২টি গবাদিপশু কোরবানির জন্য মজুদ রয়েছে। এগুলোর মধ্যে গরু-মহিষের সংখ্যা ৫ হাজার ৮শ ৪২টি আর ছাগল-ভেড়ার সংখ্যা ৮শ ৯০টি। কোরবানির জন্য যাতে মানুষ সুস্থ ও নিরাপদ পশু ক্রয় করতে পারেন, সেজন্য প্রাণীসম্পদ অফিসের ২টি ভেটেরেনারি মেডিকেল টিম কাজ করছে। প্রতিটি মেডিকেল টিমে একজন ভেটেরিনারি ডাক্তার ও দুইজন সহকারী আছেন। মেডিকেল টিমগুলো ঈদের আগের দিন পর্যন্ত হাটবাজারে অবস্থান করবে বলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে জানা গেছে।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে আরও জানা গেছে, হাটে প্রবেশের সময় মেডিকেল টিম লক্ষ্য রাখবে যেন রুগ্ন পশু বাজারে আসতে না পারে। এছাড়া কোনো ক্রেতা অভিযোগ করলে বিক্রেতার কোনো পশু অসুস্থ কি না তাও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। হাটের ভেতরেও তদারকি করবেন মেডিকেল টিমের সদস্যরা। কোনো অসুস্থ পশু পেলে বাজার কমিটির মাধ্যমে তা চিহ্নিত করে বাজার থেকে বের করে দেওয়া হবে। তাছাড়া হাট-বাজারে কোরবানির জন্য সুস্থ-সবল গবাদিপশু চেনার উপায়, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের সহজ নিয়মাবলী, কোরবানির পশুর চামড়া ছাড়ানোর নিয়মাবলী এবং স্বাস্থ্যবিধি সম্পর্কিত লিফলেট বিতরণ করছে দায়িত্বরত মেডিকেল টিম।

উপজেলার হেতিমগঞ্জ গ্রামের বাসিন্দা বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, '৩টি গরু বিক্রি করার জন্য হাটে নিয়ে এসেছি। বেচাকেনা এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে ক্রেতারা আসছেন। এখন থেকে বিক্রি বাড়বে বলে আশা করছি।'

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম সিলেট মিররকে বলেন, 'বরাবরের মতো এবারও আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম প্রতিটি হাট-বাজারে দায়িত্বপালন করছে। হাটে আনার সময় যদি কোনো পশু অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেটিকে চিকিৎসা দেবে মেডিকেল টিম। এছাড়া যারা গরু নিয়ে আসেন তারা যদি কোনো পরামর্শ চান সেটাও দেওয়া হবে। অনেকসময় দেখা যায় গাড়ি থেকে নামতে গিয়ে গরু আহত হয়, দুই গরু মারামারি করেও আহত হয়। এসব গরুকে চিকিৎসা দেবে মেডিকেল টিম। পশুর জন্য প্রয়োজনীয় এমন জরুরি কিছু ওষুধ থাকবে। আহত গরুকে সেলাই দেওয়া লাগলে সেই উপকরণও থাকবে।'

 

এফএম/আরআর-১০