পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!

সিলেট মিরর ডেস্ক


মে ১২, ২০২৫
০৩:৩৭ অপরাহ্ন


আপডেট : মে ১২, ২০২৫
০৩:৩৭ অপরাহ্ন



পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!


জম্মু-কাশ্মীরের এলওসি সীমান্তে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা জেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেই ‘যুদ্ধ’ বিসিবি ক্রিকেটেরদারের নিরাপত্তাকে অগ্রাধীকার দেওয়ার কথা বললেও আনুষ্ঠানিকভাবে সফরটি নিয়ে হ্যা/না কিছু বলেনি।  

তবে সাম্প্রতিক নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এমন দাবি করেছে ক্রিকেট পাকিস্তান।

প্রতিবেদনে তারা দাবি করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সফর নিয়ে কোনো আপত্তি বা উদ্বেগ প্রকাশ করেনি। দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুটি শহরে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে—প্রথম ম্যাচ ২৫ মে এবং দ্বিতীয়টি ২৭ মে। সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—৩০ মে, ১ জুন ও ৩ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।

সংযুক্ত আরব আমিরাতে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এবারের সফরে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। এ বছরের শুরুতে নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে এই দায়িত্ব পান লিটন। সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন ডানহাতি অফ-স্পিনার মেহেদী হাসান।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান অনুযায়ী পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের মধ্যে হওয়া ১৯টি ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ১৬টিতে, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:

▪️ ১ম টি-টোয়েন্টি: ২৫ মে – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

▪️ ২য় টি-টোয়েন্টি: ২৭ মে – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

▪️ ৩য় টি-টোয়েন্টি: ৩০ মে – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

▪️ ৪র্থ টি-টোয়েন্টি: ১ জুন – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

▪️ ৫ম টি-টোয়েন্টি: ৩ জুন – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

জিসি / ০৬