নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২০
০৪:৪১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২০
০৪:৪১ অপরাহ্ন
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত ৭৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রকাশ নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ২৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ২৭জন, সুনামগঞ্জের ৩০ জন এবং হবিগঞ্জ জেলার ২২ রয়েছেন।
এনিয়ে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ৮৮৬ জন। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৩৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ২১০ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজার জেলায় ১৫ জন মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ৩৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৬১ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৮৭ জন, হবিগঞ্জে ৮৭০ এবং মৌলভীবাজার জেলায় ৭২১ জন।
করোনা আক্রান্ত ১৪২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৪ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৪৫ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
এনএইচ/বিএ-২৫