নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২০
০৩:৩১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২০
০৬:১৩ অপরাহ্ন
সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার (১৪ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। একই দিন ওসমানীর ল্যাবে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রকাশ নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ২৩ জন এবং হবিগঞ্জ জেলার ৪ রয়েছেন। ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন, মৌলভীবাজার জেলার ৭ জন ও সুনামগঞ্জের ১ জন।
এ নিয়ে সিলেট জেলায় আক্রান্ত হলেন ৪ হাজার ৯১০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৫৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ২২১ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১৯ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজার জেলায় ১৭ জন মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ৩৭৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৬৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৯৪ জন, হবিগঞ্জে ৮৯১ এবং মৌলভীবাজার জেলায় ৭২১ জন।
করোনা আক্রান্ত ১৪৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৬ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
এনএইচ/বিএ-১১