বালাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২০
০১:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২০
০১:৪৬ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলার আজিমপুরে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি মামুনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে।
আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে মোগলাবাজার থানার পুলিশ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
গ্রেপ্তার হওয়া মামুন মোগলাবাজার থানাধীন উলালমহল গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় হত্যাচেষ্টার একটি মামলা (নম্বর-১০, তারিখ-২৩ জুলাই) রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরআর-০৭