কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, একজন আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৭, ২০২০
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, একজন আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরে লিজ বহির্ভূত জায়গা থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

গতকাল শনিবার (১৫ আগস্ট) উপজেলার বুধবাড়ী বাজার এলাকার ধলাই নদীর তীর থেকে উপজেলার খায়েরগাঁও গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে রফিকুল ইসলামকে (৩২) নৌকাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, 'লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আজ (রবিবার) আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আরও দুইজনকে আটক করা হয়। লিজ বহির্ভূত কোনো জায়গা থেকে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাংকার এলাকার ধলাই নদীর তীরে লিজ বহির্ভূত সরকারি জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়েছিল।

 

কেএ/আরআর-০৯