নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৩৬৯।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭০ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৫০ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারের ১ হাজার ২৪২ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৪ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৫০১ জন, সুনামগঞ্জের ১ হাজার ৩৪২ জন, হবিগঞ্জের ৯০৭ জন ও মৌলভীবাজার জেলার ৭৫০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়।
করোনা আক্রান্ত ১৫৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫১ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনএইচ/বিএ-০৮