গোলাপগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করল সূচনা প্রকল্প

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৭, ২০২০
১১:৪১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
১১:৪১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করল সূচনা প্রকল্প

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করেছে আরডিআরএস বাংলাদেশ'র সূচনা প্রকল্প। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আরডিআরএস বাংলাদেশ'র সূচনা প্রকল্প যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় সদর ইউনিয়নের শেরপুর কমিউনিটি ক্লিনিকে একটি ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়। এছাড়া আলোচনা সভা, গণসচেতনতামূলক মাইকিং এবং প্রতিটি ইউনিয়নে দুগ্ধদানকারী মায়েদের কাউন্সিলিং করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা এনামুল হক, ইউনিয়ন কোঅর্ডিনেটর রোজি বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর এস এফ ফাতেহা বেগম প্রমুখ।

সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা এনামুল হক বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কর্মসূচি ১ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে পালন করার কথা থাকলেও পবিত্র ঈদুল আজহার বন্ধের কারণে সিলেটের সিভিল সার্জনের নির্দেশনা মোতাবেক ৯ আগস্ট থেকে ১৬ আগস্টের মধ্যে কর্মসূচিগুলো পালন করা হয়েছে।

 

এফএম/আরআর-০৩