শোকদিবসে ড. অরূপ রতন ইয়ুথ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৭, ২০২০
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৪:১৮ অপরাহ্ন



শোকদিবসে ড. অরূপ রতন ইয়ুথ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ড. অরূপ রতন চৌধুরী ইয়ুথ ফাউন্ডেশন।

গত শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ড. অরূপ রতন চৌধুরী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লালা মিয়া। বিশেষ অতিথি ছিলেন আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি হিমাংশু রায় হিমেল, স্থানীয় মুরব্বী মো. ইলিয়াস আলী, ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম সায়েম, তরুণ রাজনীতিবিদ মো. সালাহউদ্দিন নীল, কবি মো. আব্দুল করিম, সাংবাদিক বিজিত আচার্য্য, আব্দুল কাদির প্রমুখ। 

অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ড. অরূপ রতন চৌধুরী ইয়ুথ ফাউন্ডেশনের আহবায়ক মদন মোহন কলেজের প্রভাষক মিহির মোহন ও সদস্য সচিব কবি সুমন বিপ্লব।

 

এএফ/০৫