সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২০
০৪:৫৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৪:৫৭ অপরাহ্ন
চট্টগ্রামে সেবা চালুর পর ইনোভেটিভ ও সাড়াজাগানো ফার্নিচার ব্র্যান্ড ইশো এবার সিলেটে তাদের যাত্রা শুরু করছে।
অফলাইন এবং অনলাইন এ দুটি মাধ্যমেই ইশো সিলেটবাসীদের পরিচয় করিয়ে দিতে চায় ফার্নিচার জগতের বেশকিছু নতুন ডিজাইনের সাথে; যা শুধু দৃষ্টিনন্দন ও মডার্নই নয়, সেই সাথে রুচিশীলও বটে!
ইতোমধ্যেই ইশো নিয়ে এসেছে ১৪টি ভিন্ন ক্যাটাগরিতে ৬০০টি ভিন্ন ডিজাইনের ফার্নিচার! বিশাল এ কালেকশন থেকে এবার সিলেটবাসী খুঁজে নিতে পারবেন রুচি ও পছন্দভেদে তাদের বাসা এবং অফিসের ইন্টেরিয়র সাজানোর মনমতো ফার্নিচার। মূলত মডার্ন লাইফের চাহিদা অনুযায়ী বাজারে যে ঘাটতি রয়েছে তা পূরণের উদ্দেশ্যেই ইশো তার প্রোডাক্ট ডিজাইন করে । ইশো’র অন্যতম সেলিং পয়েন্ট- এটি গ্লোবাল ট্রেন্ড ও ডিজাইন থেকে অনুপ্রাণিত; যা ইতিমধ্যেই জয় করেছে অগণিত গ্রাহকের মন।
লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম, স্টাডিরুম ও অফিস থেকে শুরু করে ভিন্ন রুচির প্রায় সবধরণের রুমের জন্য মানানসই ফার্নিচার সরবরাহ করে সিলেটের নতুন ও পুরানো ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে ইশো দৃঢ়ভাবে বিশ্বাস করে।
ঘর ও স্পেস নিয়ে মানুষের চাওয়া পাওয়া ও ভাবনা বুঝতে পারা এবং সে অনুযায়ী ডিজাইন ও কনসেপ্ট নিয়ে আসতে পারাটাই ইশো’র সফলতার বড় কারণ। স্মার্ট সিরিজ কালেকশন এবং ‘ব্লু-টুথ অটোম্যান’ থেকে শুরু করে, ‘ডর্মবক্স’ এর মতো কো-লিভিং সলিউশনস; এসব যুগান্তকারী কনসেপ্ট কেউ দেখেনি আগে। শুধু তাই নয়, ইশো’র আছে এর নিজস্ব ডিজাইন স্টুডিও, যেখান থেকে চাইলেই পাওয়া যায় সবধরণের ইন্টেরিয়র সমস্যার সমাধান । আর সিলেটবাসীর জন্য সুখবর হলো, ‘ডর্মবক্স’ এবং ‘ডিজাইন স্টুডিও’ এই দুটি সুবিধাই তারা পাবেন।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, রায়ানা হোসেইন বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে, সিলেটে ইশো যাত্রা শুরু করছে। বিগত বছরগুলোতে সিলেটের অনেকেই আমাদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আর এজন্যই আমরা এখানে যাত্রা শুরু করেছি। সিলেটবাসী এখন তাদের নিজ শহরে বসেই ইশো’র ইনোভেটিভ ফার্নিচারগুলো দেখা ও কেনার সুযোগ পাবেন’।
এএফ/০৫