সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৮, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক অতিরিক্ত সচিব (আইসিটি বিভাগ) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ এবং কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে নিয়োজিত আজিজুর রহমান।
এক শোক বার্তায় বনমালী ভৌমিক শোক প্রকাশ করে বলেন, কর্মজীবনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, এই অঞ্চলের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আজিবুর রহমান ছোটবেলা থেকেই তাঁকে খুব স্নেহ করতেন ।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএ-০৯