সুনামগঞ্জে ভারতীয় রুপি ও মদসহ আটক ২

তাহিরপুর, প্রতিনিধি


আগস্ট ১৮, ২০২০
০৮:০৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৮:০৭ অপরাহ্ন



সুনামগঞ্জে ভারতীয় রুপি ও মদসহ আটক ২

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মদ, রুপি এবং মোবাইল ফোনসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের সদর উপজেলার ছাড়ারপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. ইব্রাহীম খলিল (৪০) ও একই উপজেলার মোকামছড়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. বাবুল মিয়া (৩৫)।

জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বনগাঁও বিওপির নায়েক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল সোমবার গভীর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহ আরেফিন টিলা নামক স্থান থেকে ১০ বোতল ভারতীয় মদ, সিমসহ ১টি মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার ভারতীয় রুপিসহ (৫০০ রুপির নোট ২২টি) দুই বাংলাদেশিকে আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এএইচ/আরআর-০৫