সিলেট মিরর ডেস্ক
                        নভেম্বর ০৩, ২০২৫
                        
                        ১০:২৭ অপরাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ০৩, ২০২৫
                        
                        ১০:২৭ অপরাহ্ন
                             	
                        
            
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর)বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটে দাঁড়াবেন বগুড়া-৬ আসন থেকে; আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হবেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে।
গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, আমান উল্লাহ আমান ঢাকা-২, ইসরাক হোসেন ঢাকা-৬, মির্জা আব্বাস ঢাকা-৮, সাইফুল আলম নীরব ঢাকা-১২, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, আমিনুল হক ঢাকা-১৬, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২, নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর-৩, ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আব্দুল আওয়াল মিন্টু ফেনী-৩, জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-২, বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষীপুর-৩, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, মো. ফজলুল রহমান কিশোরগঞ্জ-৪, মো. লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪, নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২, রকিবুল ইসলাম বকুল খুলনা-৩ ও আজিজুল বারী হেলাল খুলনা-৪ সংসদীয় আসনে প্রার্থী হবেন।
বিস্তারিত তালিকা দেখতে- ক্লিক করুন
এএফ/০৪