ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২০
১২:২৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২০
১২:২৯ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে থানা কমপ্লেক্সের সামনে পরিচালিত এ অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা আফসানা তাসলিম।
স্বাস্থ্যবিধি উপেক্ষা, ফিটনেস ও কাগজপত্র না থাকা এবং সড়ক পরিবহন আইন না মানার অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের ২০টি মামলায় মোট ৯ হাজার ১শ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাসুদুল আমিন, এসআই সুজিত চক্রবর্তী প্রমুখ।
উপজেলা ভূমি কর্মকর্তা আফসানা তাসলিম জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে ওসমানীনগরে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ইউডি/আরআর-০৭