বিয়ানীবাজারে নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত

বিয়ানীবাজার প্রতিনিধি


আগস্ট ১৮, ২০২০
১২:৫৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
১২:৫৫ অপরাহ্ন



বিয়ানীবাজারে নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত

সিলেটের বিয়ানীবাজারে নানা আয়োজনে ৭১তম নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নানকার স্মৃতিসৌধে শহীদদের স্মরণে নিরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ স্থানীয়রা শহীদদের স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

তৎকালীন সামন্তবাদী নানকার প্রথা বিলুপ্ত করতে বিয়ানীবাজারের শানেশ্বর ও উলুউরি এলাকার কৃষকসহ সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছিলেন। বিয়ানীবাজার থেকে শুরু হওয়া এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছিল। সেই আন্দোলনে শহীদ হওয়া কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার শহীদ বেদিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করে, বিয়ানীবাজার পৌরসভার মেয়র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার শাখা, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার, শানেশ্বর গ্রামবাসী, উলুউরি সমাজ কল্যাণ সংঘ, নানকার পাঠাগার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

পরে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন, তিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, বিয়ানীবাজার কমিউনিস্ট পার্টির সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেতকি রঞ্জন দাস, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, কাউন্সিলর আকছার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৮ আগস্ট বিয়ানীবাজারের সোনাই নদীর তীরবর্তী শানেশ্বর-উলুউরি এলাকায় ইপিআর ও জমিদারদের লাঠিয়াল বাহিনীর হামলায় শহীদ হয়েছিলেন ছয়জন কৃষক। তাঁদের আত্মদান ও সাধারণ মানুষের আন্দোলনে ১৯৫০ সালে নানকার প্রথা রদ এবং জমিদারি প্রথা বাতিল করা হয়।

 

এসএ/আরআর-০৮