গোয়াইনঘাটে ফটোগ্রাফারদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

গোয়াইনঘাট প্রতিনিধি


আগস্ট ১৮, ২০২০
০১:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০১:৩০ অপরাহ্ন



গোয়াইনঘাটে ফটোগ্রাফারদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

সিলেটে গোয়াইনঘাটের পর্যটন এলাকাসমূহে কাজ করে স্বাবলম্বী হওয়া ফটোগ্রাফারদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। 

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাবেক যুগ্ম-সম্পাদক আলী হোসেন প্রমুখ। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদুল হক মনি। প্রশিক্ষণে জাফলং পর্যটন কেন্দ্রের শতাধিক ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেন।

 

এমএম/আরআর-০৯