শাবির ল্যাবে ১০০ জন করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৮, ২০২০
০৪:২৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন



শাবির ল্যাবে ১০০ জন করোনা শনাক্ত

সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১০০ জন রোগী শনাক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের ফলাফল পজেটিভ আসে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, ‘শাবির ল্যাবে আজ ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের ৬৩ জন সিলেট জেলার, ১৯ জন সুনামগঞ্জ এবং ১৮ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট জেলায় ৫ হাজার ১২৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮২৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৯৮ জন ও মৌলভীবাজারের ১ হাজার ২৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৮ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৪ হাজার ৬৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৬০৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৩৯১ জন, হবিগঞ্জের ৯১২ জন ও মৌলভীবাজার জেলার ৭৫৪ জন। 

করোনা আক্রান্ত ১৫০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬২ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫১ জন ও মৌলভীবাজারে ২২ জন। 

এনএইচ/বিএ-১৪