গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২০
০৬:২৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২০
০৬:২৭ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ মডেল থানার ৪ কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাদের পুরস্কৃত করেন।
জুলাই মাসে মাদক উদ্ধার, গ্রেপ্তারীপরোয়ানা তামিলসহ দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত করা হলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম, এএসআই (নিরস্ত্র) মো. ইউসুফ আলী, এএসআই (নিরস্ত্র) বাপ্পী রুদ্র পাল ও এএসআই (নিরস্ত্র) কমল রায়।
এদিকে, থানার ৪ কর্মকর্তাকে পুরস্কৃত করায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের প্রতি কৃতজ্ঞাতা জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী বলেন, এ পুরস্কার অফিসারদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং ভালো কাজে উৎসাহ যোগাবে।
এফএম/বিএ-০২