প্রবাসীদের আরব আমিরাতে ফিরে যাওয়ার সমস্যা সমাধানে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৯, ২০২০
০২:৫১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২০
০২:৫১ অপরাহ্ন



প্রবাসীদের আরব আমিরাতে ফিরে যাওয়ার সমস্যা সমাধানে কাজ করছে সরকার
সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী

করোনা সংকটে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় তিনি বলেন, 'করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন আইন করেছেন, শুধু ভিসার মেয়াদ থাকলেই প্রবাসীরা ফিরে যেতে পারবেন না। এখন প্রয়োজন হবে কফিলের গ্রীন সিগন্যাল। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ থাকার পরও তারা সেদেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ চলছে।'

আজ বুধবার (১৯ আগস্ট) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

মন্ত্রী এসময় আরও বলেন, 'করোনার কারনে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময় চলে যাবে। তখন প্রবাসীদের অবস্থা এতো খারাপ থাকবে না। ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।

এনএইচ/বিএ-১১