নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২০
০৫:০১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২০
০৫:০১ অপরাহ্ন
সিলেটে গত কিছুদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরজীবন। ঝড়-বৃষ্টি ছাড়াও প্রতিদিন নগরের কোনো না কোনো এলাকায় দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ। এতে করে গরমের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
আজ বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নগরের লামাবাজার ও তার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ।
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নগরের লামাবাজার, রিকাবীবাজার,কুয়ারপাড়, বিলপার এবং তার আশপাশ এলাকায় বিদ্যুৎ নেই। এই তীব্র গরমে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ না থাকায় দুভোর্গে পড়েছেন উক্ত এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে শেখঘাট ফিডারে যান্ত্রিক গোলযোগ হওয়ায় এই সমস্যা হচ্ছে৷
এ বিষয়ে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, 'শেখঘাট ফিডে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। দ্রুত সময়ের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমরা কাজ করছি ।'
তবে এ কাজ শেষ কত সময় লাগতে পারে। তা তিনি নির্দিষ্টভাবে জানাতে পারেননি।
এনএইচ/এএফ-০২