নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২০
০৫:৩০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২০
০৫:৩২ অপরাহ্ন
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আজ বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৮ টায় নগরের বালুচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান সিলেট মিররকে বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, নিপুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার নামে কয়েকটি মামলা আছে।
উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রলীগের আলোচিত এই সাবেক ছাত্রলীগ নেতা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করে র্যাব।
এনসি/এএফ-০৩