বিশ্বনাথ প্রতিনিধি
আগস্ট ২০, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার আমতৈল গ্রামের বড় হাওর ও কাশিমপুর বিলবন হাওর এলাকায় ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম ভূইয়ার পরিচালনায় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসাসহ স্থানীয় জনপ্রতিনিধিও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএএস/এএফ-০৩