করোনা চিকিৎসায় মৌলভীবাজারে এইচএফএনসি স্থাপন

কুলাউড়া প্রতিনিধি


আগস্ট ২০, ২০২০
০৮:৪৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২০
০৮:৪৭ অপরাহ্ন



করোনা চিকিৎসায় মৌলভীবাজারে এইচএফএনসি স্থাপন

মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা প্রদানে বিএমএ চিকিৎসক ও প্রবাসীদের উদ্যোগে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা এইচএফএনসি স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খানের সভাপতিত্বে এইচএফএনসি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদসহ অন্যান্য চিকিৎসকরা।

ডা. শাব্বির হোসেন খান বলেন, 'বিএমএ চিকিৎসক ও প্রবাসীদের উদ্যোগে মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ-তে ম্যানিফোল্ড সিলিন্ডার অক্সিজেন প্লান্টসহ ৩টি এইচএফএনসি এবং কোভিড ডেডিকেটেড আইসিইউ সুরক্ষা স্থাপন ও হস্তান্তর করার ফলে এখন করোনা রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া যাবে। এর ফলে বাঁচবে মানুষের প্রাণ।'

 

জেএ/আরআর-০৬