শ্রীমঙ্গল প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫
০১:৪৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৫
০১:৪৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ মঙ্গলবার ভোর ৪টার দিকে এক গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ রাজন মিয়াকে গ্রেপ্তার করেছে। অভিযানটি পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান খাঁন ও তার সঙ্গীয় ফোর্স।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোডস্থ নতুন বাজার নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি করা হয়। সেখান থেকে গ্রেপ্তারকৃত রাজন মিয়ার হেফাজত থেকে মোট ১২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এর মধ্যে ১১টি সাদা রংয়ের এবং ১টি লাল রঙের। উদ্ধারকৃত ফুচকার মোট ওজন ৫১৬ কেজি এবং আনুমানিক মূল্য ১,০৩,২০০ টাকা। এছাড়া, জব্দ করা হয় ওই সিএনজি অটোরিক্সা যার রেজিস্ট্রেশন নম্বর মৌলভীবাজার-থ-১২-৪৮১৬।
পুলিশ জানিয়েছে, রাজন মিয়া চোরাচালানের মাধ্যমে ভারত থেকে ফুচকা বাংলাদেশে অবৈধভাবে আমদানি করছিল। শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
এএফ/০১