বড়লেখা প্রতিনিধি
আগস্ট ২১, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২১, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এরই ধারাবাহিতকায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার দাসের বাজার ও চান্দগ্রাম বাজারে অভিযান চালানো হয়।
এ সময় মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহনের দায়ে ১৮টি মামলায় ৫ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে সহায়তা করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বড়লেখা থানার পুলিশ সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছে। এর পরও মানুষজন সচেতন হচ্ছে না। স্বাস্ব্যবিধি মানছেন না কেউ। তারা মাস্ক ছাড়া বাইরে অবাধে ঘোরাফেরা করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসের বাজার ও চান্দগ্রাম বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সহায়তা করে থানার পুলিশ। অভিযান চলাকালে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহনের কারণে ১৮টি মামলায় ৫ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, 'মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
এজে/আরআর-০৭